প্রথম পাতা খেলা আইপিএলে দুর্দান্ত শতরান ১৪ বছরের বৈভবের, গুজরাতের বিরুদ্ধে জয় রাজস্থানের

আইপিএলে দুর্দান্ত শতরান ১৪ বছরের বৈভবের, গুজরাতের বিরুদ্ধে জয় রাজস্থানের

275 views
A+A-
Reset

মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে ইতিহাস গড়ল বিহারের কিশোর বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমে ৩৫ বলে শতরান করল সে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শতরান করার নজির গড়েছে বৈভব। একইসঙ্গে, টি-টোয়েন্টি বিশ্ব ক্রিকেটেও এত কম বয়সে শতরানের রেকর্ড এটাই প্রথম।

১৭ বলে অর্ধশতরান করার পর ৩৮ বলে ১০১ রানের ঝড়ো ইনিংস খেলেছে বৈভব। তার ইনিংসে ছিল ৭টি চার ও ১১টি ছক্কা। প্রথম উইকেটে যশস্বী জয়সওয়ালকে নিয়ে ১৬৬ রানের বিশাল জুটি গড়েছে সে। গুজরাতের অভিজ্ঞ বোলারদের সামনেও ভয়ডরহীন ছিল বৈভবের ব্যাটিং।

বিহারের সমস্তিপুর জেলার তাজপুরের ছেলে বৈভব। চার বছর বয়সে বাবার হাত ধরে ক্রিকেট শেখা শুরু। পটনার ক্রিকেট অ্যাকাডেমিতে কঠোর পরিশ্রম করে উঠে এসেছে সে। জমি বিক্রি করে বৈভবের ক্রিকেটের খরচ চালিয়েছেন বাবা সঞ্জীব। প্রতিদিন ১০০ কিমি পথ পাড়ি দিয়ে অনুশীলন করত বৈভব। রাজস্থান রয়্যালস আইপিএল নিলামে ১ কোটি ১০ লাখ টাকায় বৈভবকে দলে নিয়েছিল।

বৈভবের ব্যাটেই এল সেই জয়। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২০৯ রান করেছিলেন শুভমনেরা। জবাবে ১৫.৫ ওভারে ২ উইকেটে ২১২ রাজস্থানের। ২৫ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতল রিয়ান পরাগের দল। এ দিনের জয়ের ফলে ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকায় অষ্টম স্থানে উঠে এল রাজস্থান।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.