কলকাতা: বড়সড় বদল আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে। ১০ বছর পরে পুরো বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস। আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাস কার্যকরের ভাবনা। আজ, শনিবার বৈঠকে বসছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
জানা গিয়েছে, সিবিএসই-র ধাঁচেই হবে বদল করা হবে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। যেহেতু উচ্চ মাধ্যমিকের একাধিক এন্ট্রান্স থাকে, সেটার কথা মাথায় রেখেই এই বদলের ভাবনা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, এই নিয়ে শনিবার বৈঠক ডাকা হয়েছে। গাইডলাইন করা হবে। এরপর সিলেবাসের যে সাব কমিটি রয়েছে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা তা আলোচনা করবেন।
তিনি আরও জানান, কেন্দ্রীয় বোর্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে নতুন সিলেবাস তৈরি করা হবে। পড়ুয়াদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১২-১৩ শিক্ষাবর্ষে শেষ বার উচ্চ মাধ্যমিকের সিলেবাস বদল হয়েছিল। ১০বছর সময় অতিক্রান্ত হওয়ায় ফের পাঠ্যসূচিতে বদল আনার প্রয়োজনীয়তা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সংসদ সভাপতির কথায়, “ যুগের সঙ্গে তাল মিলিয়ে এই সিলেবাস পরিবর্তন করা হচ্ছে এবং সিলেবাস পরিবর্তন করার সময় এনসিআরটি অর্থাৎ সিবিএসই বোর্ডকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যাতে জাতীয় স্তরের যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলার পড়ুয়ারা পিছিয়ে না পড়েন তাই সিবিএসই পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে নয়া পাঠ্যক্রম তৈরি করা হচ্ছে।”