চাম্বা: পঞ্জাবের চার পুণ্যার্থীকে নিয়ে মণিমাহেশ যাত্রায় যাচ্ছিল একটি গাড়ি। আচমকা সেটি নিয়ন্ত্রণ হারিয়ে চাম্বা-পাঠানকোট ১৫৪এ জাতীয় সড়কে বানিখেতের কাছে দোবালা সেতুর কাছে একটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত বাকি তিনজন।
স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম সন্দীপ কুমার (৪৯), ঠিকানা ১১৩৯৩, নিউ সুভাষ নগর, ৬ নম্বর বস্তি যোধওয়াল। তিনি লুধিয়ানার বাসিন্দা৷
আহতদের মধ্যে গাড়ির চালক সন্দীপ কুমার (৪০), পিতা রাজেন্দ্র কুমার, ১ নং ওয়ার্ডের বাসিন্দা, মাতা কালীনগর, ফিল্লার, জলন্ধর এবং কর্ণ (৩৬), পিতা প্রেম কুমার, ড. আম্বেডকর কলোনি, গাদা রোড, ফিল্লাউর এবং রাহুল কুমার (৩২), পিতা প্রেম কুমার, ড. আম্বেডকর কলোনি, গাদা রোড, ফিল্লাউর।
ঘটনায় প্রকাশ, পঞ্জাবের ফিল্লাউর থেকে তিনজনবাবিং লুধিয়ানার বাসিন্দা আরেক বন্ধু সন্দীপ কুমার শনিবার মণিমাহেশ যাত্রায় যাচ্ছিলেন। শনিবার সকাল ৭টা নাগাদ চাম্বা-পাঠানকোট জাতীয় সড়কের দোবালা সেতুর কাছে একটি তীব্র মোড়ে গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গাড়িটি প্রায় ৩০ ফুট লাফিয়ে পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সন্দীপ কুমারের মৃত্যু হয়।