প্রথম পাতা খবর হিমাচলে মেঘভাঙা বৃষ্টির জেরে বন্যায় ধুয়েমুছে সাফ পুরো গ্রাম, আস্ত শুধু একটি বাড়ি

হিমাচলে মেঘভাঙা বৃষ্টির জেরে বন্যায় ধুয়েমুছে সাফ পুরো গ্রাম, আস্ত শুধু একটি বাড়ি

343 views
A+A-
Reset

সিমলা: হিমাচলপ্রদেশে মেঘভাঙা বৃষ্টির পর নিখোঁজ ৫৩ জন। শুক্রবার সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এখনও পর্যন্ত ৬ জনের মৃতদেহ পাওয়া গেছে।

জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (DDMA)- এর তথ্য অনুসারে, এ দিন পর্যন্ত, হিমাচলের কুল্লু, মান্ডি এবং সিমলা অঞ্চলে আচমকা বন্যায় গ্রামগুলি ভেসে যাওয়ার পরে ৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ডিডিএমএ-র বিশেষ সচিব ডিসি রানা এএনআইকে জানিয়েছেন, “সিমলা জেলার সামেজ এলাকা, রামপুর অঞ্চল, কুল্লুর বাঘিপুল এলাকা এবং মান্ডির পাদ্দার এলাকায় একটি মেঘ বিস্ফোরণ ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে। ৫৪ জন নিখোঁজ এবং ৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে” ।

এনডিটিভি-র এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি বাড়ি ছাড়া সমেজের পুরো গ্রাম ভেসে গেছে। জীবিত অনিতা দেবী মিডিয়াকে বলেছেন যে তাঁরা রাতে স্থানীয় মন্দিরে পালিয়ে যান এবং সকালে যখন তাঁরা ফিরে আসেন, তখন দেখতে পান, একমাত্র তাঁর বাড়িটিই অবশিষ্ট ছিল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.