হিমাচল প্রদেশ ভয়াবহ বাস দুর্ঘটনা। খাদে বাস পড়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। কুলুর জেলা শাসক আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে ৮টা নাগাদ সাঁজগামী বাসটি জংলা গ্রামের কাছে খাদে পড়ে যায়। জেলার আধিকারিকরা এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি আরও জানিয়েছেন, আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
স্থানীয়রাই দেখতে পেয়ে প্রথমে পুলিশে খবর দেয়। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করে তারা। দুর্ঘটনার সময় বাসে অন্তত ৪০ জন শিক্ষার্থী ছিল বলে আধিকারিকরা জানিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দল। তাঁরা উদ্ধারকাজ শুরু করেছে। পুলিশ এবং দমকলও উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
আর পড়ুন: সত্যজিৎ রায়,ঋত্বিক ঘটক,মৃণাল সেন, তপন সিংহের থেকে স্বতন্ত্র ঘারানা তৈরি করেছিলেন তরুণ মজুমদার