সিমলা: হিমাচলপ্রদেশে সরকার গঠনের পথে কংগ্রেস। বৃহস্পতিবার ভোটগণনার প্রায় শেষ লগ্নে ৪০টি আসনে এগিয়ে অথবা জয়ী তারা। ৬৮ আসনের বিধানসভায় সরকার গড়ার জন্য প্রয়োজন ৩৫টি আসন। এরই মধ্যে বিধায়ক ভাঙানোর আশঙ্কাতেও ভুগতে শুরু করেছে কংগ্রেস শিবির।
সূত্রের খবর, ঘোড়া কেনাবেচার আশঙ্কায় জয়ী প্রার্থীদের একজোট হয়ে থাকার বার্তা দিয়েছে কংগ্রেস। মোহালির রিসর্টে সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা চলেছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। অন্য একটি মতে, জয়ী কংগ্রেস প্রার্থীদের ছত্তীসগঢ়ে সরিয়ে নেওয়া হতে পারে।
বিকেল ৫টা নাগাদ ঘোষিত ফলাফল অনুযায়ী, হিমাচলে ৩৩টি আসনে জয়ী হয়েছে, ১৮টিতে জয় পেয়েছে বিজেপি। এরই মধ্যে, রাজ্যপালের কাছে গিয়ে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন হিমাচলের ‘বিদায়ী’ মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। সংবাদ সংস্থা এএনআই-এর কাছে তিনি বলেন, “আমি রাজ্যপালের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি কখনোই মানুষের উন্নয়নের জন্য কাজ করা বন্ধ করব না। হারের বিষয়গুলি বিশ্লেষণ করতে হবে। এমন কিছু বিষয় ছিল, যা এই ফলাফলের কারণ। দল ডাকলে আমি দিল্লি যাব।”
প্রসঙ্গত, প্রতি ৫ বছর অন্তর ক্ষমতা বদলের একটা ট্রেন্ড আছে হিমাচল প্রদেশে। সেই ১৯৮৫ সাল থেকেই এটা চলে আসছে।