অখিলেশ যাদব, রাঘব চাড্ডার পর উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক অভিষেকের

এবার জাতীয় রাজনীতিতেও ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বাড়িতে গিয়ে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর পর মুম্বইতে গিয়ে মাতশ্রীতে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরের সঙ্গেও বৈঠকে বসেন অভিষেক।

বুধবারের বৈঠকেই কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। তারা ঠিক করেছে, আপাতত কেন্দ্রে সরকার গড়া তাদের লক্ষ্য নয়। বদলে তারা শপথ নিয়েছে ঐক্যবদ্ধ বিরোধী হিসাবে দেশের মানুষের জন্য কাজ করার এবং তাঁদের দাবি আদায় করা। বুধবারের ওই বৈঠকে ছিলেন অখিলেশ-অভিষেক দু’জনেই।

তবে, বৃহস্পতিবার সকালেই ফের অখিলেশের সঙ্গে বৈঠক করেন অভিষেক। এরপরই দিল্লিতে আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে বৈঠকে বসেন অভিষেক। সেখান থেকে মুম্বইতে গিয়ে তিনি উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন।

জানা গিয়েছে, সেখানে হাজির ছিলেন উদ্ধবপুত্র আদিত্য ঠাকরেও। সূত্রের খবর, উদ্ধবের বাসভবন মাতোশ্রীতে প্রায় ঘণ্টা দেড়েকের আলোচনা হয় দুই নেতার মধ্যে। তবে, শুক্রবার আরও কোনও নেতার সঙ্গে অভিষেক বৈঠকে বসবেন কিনা, জানা নেই।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন