কলকাতায় শিশুর শরীরে এইচএমপিভি, সুস্থ হয়ে ফিরল বাড়ি

কলকাতায় পাঁচ মাসের এক শিশুর শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর উপস্থিতি শনাক্ত হয়। তবে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে সে।

জানা গিয়েছে, ডিসেম্বরের শেষে মুম্বই থেকে বাবা-মায়ের সঙ্গে কলকাতায় এসেছিল শিশুটি। শহরে আসার পর অসুস্থ হয়ে পড়লে তাকে বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জ্বর এবং কাশির মতো সাধারণ উপসর্গ ছিল শিশুটির। পরীক্ষার পর এইচএমপিভি সংক্রমণ ধরা পড়ে। যদিও তার শারীরিক অবস্থা গুরুতর ছিল না। সব রকম সতর্কতা মেনে তার চিকিৎসা করা হয়।

অন্যদিকে, সোমবার বেঙ্গালুরুতে দুই শিশুর শরীরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। আট মাস এবং তিন মাস বয়সি দুই শিশুই আক্রান্ত হয়। পাশাপাশি আহমেদাবাদের দু’মাস বয়সি এক শিশুর শরীরেও একই ভাইরাস পাওয়া যায়। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, চিনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে এইচএমপিভি-র সংক্রমণের কোনও যোগসূত্র নেই।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন