কলকাতায় হুক্কা বার বন্ধের নির্দেশ বেআইনি, জানিয়ে দিল হাইকোর্ট

কলকাতা: কলকাতা ও বিধাননগর পুর এলাকায় নিয়ম মেনে চালানো যাবে হুক্কা বার। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না।

গত বছরের ডিসেম্বরে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, শহরের সব রেস্তোঁরা কর্তৃপক্ষকে হুক্কা বার বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। পরে বিধাননগর পুরসভাও এই একই সিদ্ধান্ত নেয়। পুর কর্তৃপক্ষের নির্দেশ নিয়েই প্রশ্ন তুললেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। শুনানিতে তিনি বলেন, ‘‘কলকাতা এবং বিধাননগর পুরসভা তাদের প্রশাসনিক এলাকায় হুক্কা বার বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছিল, তা আইন মেনে নেওয়া হয়নি।’’

হুক্কা বার বন্ধ করার সিদ্ধান্ত প্রসঙ্গে বিচারপতি জানিয়েছেন, ওই সব হুক্কা বারে আইনের বাইরে কোনো কিছু হয়ে থাকলে পদক্ষেপ করতে পারবে পুলিশ। না হলে নয়। এ ব্যাপারে পুলিশের উদ্দেশে বিচারপতি মান্থার মন্তব্য, ‘‘আইন যদি থাকে, তবে বন্ধ করুন। না হলে আইন তৈরি করে প্রয়োগ করুন। তার আগে আপনারা এ ভাবে বন্ধ করতে পারেন না। কেন্দ্রীয় সরকারের আইন মেনেই হুক্কা বার চলতে পারে।’’

প্রসঙ্গত, সম্প্রতি কলকাতা ও বিধাননগর এলাকার সব হুক্কা বার বন্ধের নির্দেশ দিয়েছে পুরসভা। পুলিশকে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে হস্তক্ষেপ দাবি করেন রেস্তোরাঁ মালিকদের সংগঠন। মামলার শুনানিতে এই বিষয়ে কলকাতা ও বিধাননগর পুলিশ কমিশনরারের কাছে রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে