প্রথম পাতা খবর যশোহর রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা, বারাসতে একের পর এক বাইকে ধাক্কা বেপরোয়া গাড়ির

যশোহর রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা, বারাসতে একের পর এক বাইকে ধাক্কা বেপরোয়া গাড়ির

295 views
A+A-
Reset

যশোহর রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল বুধবার দুপুরে। দ্রুত গতিতে ছুটে চলা একটি অনলাইন ডেলিভারি সংস্থার গাড়ি ট্রাফিক আইন উপেক্ষা করে পথ চলছিল। পথচারীরা জানান, গাড়িটি এতটাই বেপরোয়া গতিতে যাচ্ছিল যে, অনেকে রাস্তায় ছিটকে পড়েন। বারাসত ডাকবাংলো মোড়ের কাছে এসে গাড়িটি পরপর দুটি বাইকে ধাক্কা মারে।

ধাক্কা লাগার পর একটি বাইক গাড়ির সঙ্গে আটকে গিয়ে রাস্তায় বেশ কিছুটা দূর পর্যন্ত ঘষটাতে থাকে, এরপর সেটিতে আগুন ধরে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে ডেলিভারি গাড়িতেও।

১১ নম্বর রেলগেট ও কলোনি মোড় পার হয়ে হেলাবটতলার কাছে গাড়িটি ধরা পড়ে। চালক পালানোর চেষ্টা করলেও গাড়িতে আগুন লাগার ফলে তিনি আহত হন। এছাড়া, দুই বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয়।

পুলিশ তদন্ত শুরু করেছে, কী কারণে গাড়িটি ট্রাফিক আইন না মেনে এত দ্রুত গতিতে চলছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.