প্রথম পাতা খবর ইদ-উল-ফিতর উপলক্ষে কলকাতায় ট্র্যাফিক নিয়ন্ত্রণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পুলিশের

ইদ-উল-ফিতর উপলক্ষে কলকাতায় ট্র্যাফিক নিয়ন্ত্রণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পুলিশের

54 views
A+A-
Reset

ইদ-উল-ফিতর উপলক্ষে ৩১ মার্চ কলকাতায় যান নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এই সময়ে শহরের ভেতরে সমস্ত পণ্যবাহী গাড়ির প্রবেশ নিষিদ্ধ থাকবে, তবে এলপিজি সিলিন্ডার, পেট্রোলিয়াম পণ্য, অক্সিজেন, ওষুধ, শাক-সবজি, মাছ, ফল ও দুধ পরিবহনকারী গাড়িগুলি ছাড় পাবে। কলকাতা ডক সিস্টেমেও পণ্যবাহী গাড়ির প্রবেশ নিষিদ্ধ থাকবে।

৩০ মার্চ রাত ১০টা থেকে ৩১ মার্চ দুপুর ১২টা পর্যন্ত রেড রোড সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া, নারকেলডাঙা মেন রোড, মানিকতলা মেন রোড, গ্রে স্ট্রিট, আরজি কর রোড, রাজা দীনেন্দ্র স্ট্রিট, উত্তর শিয়ালদহ রোড, বেলগাছিয়া রোড, পার্ক স্ট্রিটসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

কলকাতা পুলিশের নির্দেশ অনুযায়ী, লেনিন সরণি ও রফি আহমেদ কিদোয়াই রোডে সকাল ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রাম পরিষেবা বন্ধ থাকবে।

এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড চালু থাকবে, তবে নির্দিষ্ট রুট ধরে প্রবেশ ও প্রস্থান করতে হবে। বাসগুলো নিউ রোড ও ডাফরিন রোড দিয়ে প্রবেশ করবে এবং আর. আর. অ্যাভিনিউ ও ট্রাম লাইন ধরে বের হবে, যাতে যানজট এড়ানো যায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.