কলকাতা: মঙ্গলবার সকালে বউবাজারে পুরনো বাড়ি ভাঙার সময় ভেঙে পড়ল পাশের বাড়ির দেওয়াল। এলাকায় আতঙ্ক ছড়াল এই ঘটনায়।
স্থানীয় সূত্রে খবর, সকালে বউবাজারের রামকানাই অধিকারী লেনের একটি পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল। সেই কাজ চলাকালীন পাশের বাড়ির দেওয়াল সমেত ঘরের একাংশ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাসিন্দারা খুব ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পান। ধুলোয় ভরে যায় গোটা এলাকা। তড়িঘড়ি আশেপাশের লোকজন আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। অভিযোগ, নিয়ম না মেনে বাড়িটি ভাঙা হচ্ছিল, তাতেই দেওয়াল সমেত ঘর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
যে বাড়িটির একাংশ ভেঙে পড়েছে, তার বাসিন্দাদের অভিযোগ, পাশের বাড়িটিতে যে প্রোমোটারির কাজ চলছিল, তাদের সাবধানে কাজ করার জন্য বলা হয়েছিল। তারপরেই অসাবধানতাবশত কাজ করার কারণে এই অবস্থা হল বলে দাবি করেছেন তাঁরা।
এই ঘটনার জেরে আশেপাশের বেশ কিছু বাড়ির দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। প্রোমোটার নিয়ম না মেনে কাজ করছিল বলেই এই বিপত্তি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকাজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।