তিন পর গ্রেফতার বাঘাযতীনে হেলা ফ্ল্যাটবাড়ির প্রোমোটার

কলকাতা: বাঘাযতীনে হেলা ফ্ল্যাটবাড়ি-কাণ্ডে বেপাত্তা ছিলেন প্রোমোটার শুভাশিস রায়। পুলিশ তল্লাশি চালালেও তাঁর কোনো খোঁজ মিলছিল না। অবশেষে ঘটনার তিন দিন পর বকখালি থেকে তাঁকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর একাধিক জায়গায় আত্মগোপন করেছিলেন শুভাশিস। শেষ পর্যন্ত বকখালির একটি হোটেলে লুকিয়ে থাকার খবর পেয়ে ফ্রেজারগঞ্জ থানার একটি দল সেখানে হানা দেয়। শনিবার দুপুরে সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। পরে কলকাতা পুলিশের একটি বিশেষ দল তাঁকে আনতে বকখালির উদ্দেশ্যে রওনা দেয়।

এদিকে, বাঘাযতীনের বিপজ্জনক আবাসনটি ভেঙে ফেলার কাজ চলছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, পুরসভার অনুমতি ছাড়াই প্রোমোটার নিজস্ব সিদ্ধান্তে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন, যা মারাত্মক ইঞ্জিনিয়ারিং ত্রুটির কারণ হয়ে দাঁড়িয়েছে। মেয়রের বক্তব্য, “স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ না নিয়েই বাড়িটি সোজা করার চেষ্টা হয়েছিল। আর তার ফলেই এত বড় দুর্ঘটনা।”

এই ঘটনায় কলকাতা পুরসভা কড়া পদক্ষেপ নিতে চলেছে বলেও ইঙ্গিত দিয়েছেন মেয়র।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক