কলকাতা: বাঘাযতীনে হেলা ফ্ল্যাটবাড়ি-কাণ্ডে বেপাত্তা ছিলেন প্রোমোটার শুভাশিস রায়। পুলিশ তল্লাশি চালালেও তাঁর কোনো খোঁজ মিলছিল না। অবশেষে ঘটনার তিন দিন পর বকখালি থেকে তাঁকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর একাধিক জায়গায় আত্মগোপন করেছিলেন শুভাশিস। শেষ পর্যন্ত বকখালির একটি হোটেলে লুকিয়ে থাকার খবর পেয়ে ফ্রেজারগঞ্জ থানার একটি দল সেখানে হানা দেয়। শনিবার দুপুরে সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। পরে কলকাতা পুলিশের একটি বিশেষ দল তাঁকে আনতে বকখালির উদ্দেশ্যে রওনা দেয়।
এদিকে, বাঘাযতীনের বিপজ্জনক আবাসনটি ভেঙে ফেলার কাজ চলছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, পুরসভার অনুমতি ছাড়াই প্রোমোটার নিজস্ব সিদ্ধান্তে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন, যা মারাত্মক ইঞ্জিনিয়ারিং ত্রুটির কারণ হয়ে দাঁড়িয়েছে। মেয়রের বক্তব্য, “স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ না নিয়েই বাড়িটি সোজা করার চেষ্টা হয়েছিল। আর তার ফলেই এত বড় দুর্ঘটনা।”
এই ঘটনায় কলকাতা পুরসভা কড়া পদক্ষেপ নিতে চলেছে বলেও ইঙ্গিত দিয়েছেন মেয়র।