প্রথম পাতা খবর সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে কীভাবে চাকরিহারাদের দাবি মানা সম্ভব? প্রশ্ন শিক্ষামন্ত্রীর

সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে কীভাবে চাকরিহারাদের দাবি মানা সম্ভব? প্রশ্ন শিক্ষামন্ত্রীর

194 views
A+A-
Reset

সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে নারাজ চাকরিহারা আন্দোলনকারীরা। পরীক্ষা না দিয়ে সসম্মানে স্কুলে ফিরে যাওয়ার দাবি জানাচ্ছেন তাঁরা। কিন্তু সেই দাবি মানা সম্ভব নয় বলেই সাফ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

গত বৃহস্পতিবার বিকাশ ভবন চত্বরে চাকরিহারাদের আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। বহু সরকারি কর্মী আটকে পড়েন, যাঁদের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলা থেকে শুরু করে অসুস্থ বৃদ্ধার পরিবারও ছিল। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার তাঁদের ভবিষ্যৎ নিয়ে উদাসীন। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করেননি। সেই প্রসঙ্গে ব্রাত্য বলেন, আন্দোলনকারীদের কাছ থেকে কোনও লিখিত প্রস্তাব আসেনি, শুধু মিডিয়ার মাধ্যমেই জানা গিয়েছে যে তাঁরা পরীক্ষা দিতে চান না। তিনি প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে কীভাবে তাঁদের দাবি মানা সম্ভব?

ব্রাত্য বসু দাবি করেন, আন্দোলনকারীদের মধ্যেই বিভেদ রয়েছে। অনেকে সরকারকে সহযোগিতা করতে চেয়ে চিঠিও দিয়েছেন। তাঁর কথায়, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে অচলাবস্থা তৈরি করতে চাইছেন, যা কাম্য নয়। তবে তিনি এখনো তাঁদের সদিচ্ছায় আস্থা রাখতে চান।

চাকরিহারাদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রীর বার্তা, স্কুলে ফিরে যান এবং সরকারের আইনি লড়াইয়ের উপর আস্থা রাখুন। তিনি মনে করিয়ে দেন, সরকার কখনও কাউকে অযোগ্য বলেনি, সবাইকে চাকরি দিয়েছিল। রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ সকলেরই মানা উচিত। আন্দোলনের লক্ষ্মণরেখা থাকা প্রয়োজন, যেমনটা মুখ্যমন্ত্রীও আগে বলেছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.