দিলীপ ঘোষের পর সন্দেশখালির রেখা, হারের জন্য পিছন থেকে ছুরি মারার অভিযোগ

কলকাতা: লোকসভা ভোটের ফল বেরনোর সঙ্গেই রাজ্য বিজেপিতে গোষ্ঠীকোন্দল স্পষ্ট। ইতিমধ্যেই দলের একাংশের বিরুদ্ধে তোপ দেগেছেন বর্ধমান-দুর্গাপুরের পরাজিত বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ থেকে কৃষ্ণনগরের অমৃতা রায়। এ বার সেই তালিকাতেই নতুন সংযোজন রেখা পাত্র।

এ বারের লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রে তৃণমূলের হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে রেখাকে নামিয়ে দিয়েছিল বিজেপি। শোনা যায়, চলতি বছরের শুরুর দিক থেকে প্রচারে উঠে আসা সন্দেশখালি আন্দোলনে অন্য়তম মুখ ছিলেন রেখা। সেই তাঁকেই প্রার্থী করে বাজিমাত করতে চেয়েছিল গেরুয়া শিবির। কিন্তু বিপুল ভোটে হারতে হয়েছে তাঁকে।

এই হারের কারণ হিসাবে তৃণমূলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা। একইসঙ্গে দলেরই একাংশের বিরুদ্ধে পিছন থেকে ছুরি মারার মতো গুরুতর অভিযোগও তুলতে শোনা গেল তাঁকে।

টিভি৯বাংলার প্রতিবেদন অনুযায়ী, রেখার দাবি, “যারা এই হারের পিছনে আছে, আমাদের যে কার্যকর্তারা দল করে পিছন থেকে ছুরি মেরেছেন তাঁরা একদিন জবাব পেয়ে যাবেন। যে দল সম্মান দিল সেই দলকে অসম্মানিত করার জন্য তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে ওঁরা যা করেছেন জবাব পেয়ে যাবেন।”

এর পরই যথারীতি যে প্রশ্নটা উঠে আসে, তা হল কে ছুরি মারল? এমন প্রশ্নে রেখার উত্তর, “প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতাকে ছোট করার জন্য প্ল্যানিং করে হারানো হয়েছে। এই হার পরাজয় হিসাবে মানছি না। যত‌ই মিথ্যা আশায় বুক বাঁধুন। বেশিদিন বুক বেঁধে থাকতে পারবেন না।” অন্তর্ঘাতকারীদের চিহ্নিত করা কী সম্ভব হয়েছে? যদিও এ ক্ষেত্রে রেখা বলছেন, “সেটা আমার কাজ নয়। মাননীয় প্রধানমন্ত্রী আছেন। বিরোধী দলনেতা আছেন।”

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে