বেতন বন্ধ, দাসনগরে শমীক ভট্টাচার্যের গাড়ি ঘিরে আরতি কটন মিল শ্রমিকদের বিক্ষোভ

হাওড়ার দাসনগরে বৃহস্পতিবার বেতন বন্ধের প্রতিবাদে উত্তাল হয়ে উঠলেন আরতি কটন মিলে কর্মরত শ্রমিকরা। বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্যের গাড়ি ঘিরে ধরেন তাঁরা। বিক্ষোভে নেতৃত্ব দেন ক্রীড়া প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি। ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। বিশাল পুলিশবাহিনী ও র‌্যাফ মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়।

শ্রমিকদের অভিযোগ, চলতি বছরের জানুয়ারিতে শেষবার বেতন পান তাঁরা। ফেব্রুয়ারি থেকে আরতি কটন মিলে বেতন বন্ধ। তার ফলে রুজিরুটিতে টান পড়েছে। উৎসবের মরশুমে বেতন না পেয়ে আরও দিশাহারা অবস্থায় তাঁরা। কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও সমাধান হয়নি।

বৃহস্পতিবার সকালে শমীক ভট্টাচার্য নরেন্দ্র কাপ উদ্বোধনে যাচ্ছিলেন। সেই সময়ই তাঁর গাড়ি ঘিরে ধরেন ক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি দেখে হতচকিত রাজ্য বিজেপি সভাপতি বলেন, “শ্রমিকদের কথা অবশ্যই শোনা হবে। তবে এমন বিক্ষোভ কাম্য নয়।”

অন্যদিকে, ঘটনাস্থলে উপস্থিত হয়ে মনোজ তিওয়ারি জানান, সম্প্রতি কটন মিলের কর্মীরা তাঁর কাছে বেতন বন্ধ নিয়ে অভিযোগ করেছিলেন। তাই তিনি শ্রমিকদের দাবির সমর্থনে পথে নেমেছেন। তাঁর দাবি, “আমাদের খেলা নিয়ে আপত্তি নেই। তবে আগে কটন মিলে বেতন মেটাতে হবে, উৎপাদন স্বাভাবিক করতে হবে। না হলে শুধু খেলা দিয়ে শ্রমিকদের সমস্যার সমাধান হবে না।”

এই ঘটনার পর পুলিশ ও শ্রমিকদের মধ্যে বচসা ও ধস্তাধস্তির পরিবেশ তৈরি হয়। অবশেষে র‌্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা