হাওড়া ক্রিসমাস কার্নিভ্যালের মেয়াদ বাড়ল, চলবে বুধবার পর্যন্ত

হাওড়া: হাওড়া ক্রিসমাস কার্নিভ্যালে ধুন্ধুমারের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। যেহেতু বুধবার মাঝপথে কার্নিভ্যাল বন্ধ করা হয়েছিল, তাই ২ জানুয়ারির পরিবর্তে তা শেষ হবে ৩ জানুয়ারি।

পার্কিং নিয়ে বিতর্কের সূত্রপাত। পরে জল আরও গড়ায়। কার্নিভ্যালে বেআইনি ভাবে পার্কিং ফি আদায় করা হচ্ছে, এই অভিযোগ ঘিরে বুধবার রাতে ধুন্ধুমার বেধেছিল। হাওড়া পুর চেয়ারপার্সন সুজয় চক্রবর্তীর ব্যক্তিগত সহকারী সৌরভ দত্ত বিষয়টি মিটমাট করতে এলে তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে শিবপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারির ৪০-৫০ জন সঙ্গীর বিরুদ্ধে।

এর পর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে নিরাপত্তার কারণে কার্নিভ্যাল বন্ধ করে দেন পুর চেয়ারপার্সন। গোটা ঘটনার কথা পৌঁছয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে। বৃহস্পতিবার ডুমুরজলা হেলিপ্যাড থেকে চাকলা যাওয়ার আগে মুখ্যমন্ত্রী কার্নিভ্যাল বন্ধ করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এমনটাও শোনা যায়, হাওড়া পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সুজয় চক্রবর্তীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে দেখা গিয়েছিল রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিকে। বৃহস্পতিবার দু’জনকে নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এরপরেই হাওড়া রাজনীতির এই দুই উল্লেখযোগ্য মুখ জানান, ‘ঘিঞ্জি জায়গায় পা লেগে ভুলবোঝাবুঝি হয়েছিল। তা মিটে গেছে।’ বৃহস্পতির বিকেলেই হাওড়া ক্রিসমাস কার্নিভ্যালের দরজা সকলের জন্য খুলে দেওয়া হয়।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক