কলকাতা: রেল লাইনের মেরামতি, সিগন্যাল ও ওভারহেড তারের কাজের জন্য শনি ও রবিবার হাওড়া ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন। বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন ও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
আজ ও কাল হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল নৈহাটি, বর্ধমান -হাওড়া, কাটোয়া-আজিমগঞ্জ, খানা-গুমানি শাখায় ট্রেন চলাচলে প্রভাব পড়বে। বর্ধমান-হাওড়া ও কাটোয়া আজিমগঞ্জ শাখাতেও ট্রেন বাতিল।
আজ প্রায় ২২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আগামীকাল রবিবার ২৫টি লোকাল বাতিল করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়াও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে ৪টি এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে আরও প্রায় ১৬টি ট্রেনের।
রেল সূত্রে খবর, রেললাইন, সিগন্যালের রক্ষণাবেক্ষণ এবং ওভারহেড তারে বৈদ্যুতিকরণের কাজ চলায় ট্রেন কম চলবে। শনি-রবিবার হলেও, এই দু’দিন ভোগান্তির শিকার হবেন যাত্রীরা। আজ এবং রবিবারের জন্যে যাত্রীদের দুর্ভোগের কথা ভেবে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে রেলের তরফে।