হাওড়া: পাইপ লাইনের জরুরি মেরামতি ও ভাল্ব প্রতিস্থাপনের জন্য হাওড়া পুরসভা এলাকায় প্রায় ১৮ ঘণ্টা বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। পুরসভা সূত্রে জানানো হয়েছে, ১৮ ডিসেম্বর বুধবার দুপুর ১২:৩০ থেকে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত সমস্ত ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার সকাল ৭টার পর জল পরিষেবা স্বাভাবিক হবে।
পুরসভার আধিকারিকরা জানিয়েছেন, নাগরিকদের অসুবিধা এড়াতে বিভিন্ন এলাকায় জলের গাড়ি পাঠানো হবে। পাশাপাশি, উত্তর হাওড়ার জল সমস্যা সমাধানে ২৯২ কোটি টাকা ব্যয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করছে পুরসভা।
উল্লেখ্য, এর আগেও পাইপ লাইনের ত্রুটির কারণে হাওড়ার বেশ কিছু এলাকায় জল সরবরাহ ব্যাহত হয়েছিল। ডিসেম্বরের শুরুতে ১২টি ওয়ার্ডে এবং অক্টোবরে সালকিয়ার কিছু অংশে এই সমস্যা দেখা গিয়েছিল।