কলকাতা: মঙ্গলবার সাতসকালে লিলুয়ার কাছে লাইনচ্যুত হয়ে যায় একটি লোকাল ট্রেন। যার জেরে ব্যাহত হয় হাওড়া মেইন শাখায় ট্রেন চলাচল। সকাল সকাল অফিস টাইমে চরম ভোগান্তি লোকাল ট্রেনের যাত্রীদের।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৭টা বেজে ১০ মিনিট নাগাদ শেওড়াফুলি স্টেশন থেকে একটি খালি লোকাল ট্রেন যাচ্ছিল হাওড়ায়। ওই লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় এই বিপত্তি ঘটে। এর জেরেই সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।
মেইন আপ ও ডাউন লাইন আটকে পড়ে। এর জেরে একের পর এক বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেনই। তড়িঘড়ি অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন গিয়ে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে সরানোর কাজ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছয় রেলের উচ্চপদস্থ ইঞ্জিনিয়ররা। লাইনচ্যুত কামরা তোলার কাজ শুরু হয় তখনই।
পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলে আশ্বাস দেন রেল কর্তৃপক্ষ। পরে ৮টা ১৮ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয় এই লাইনে। এদিকে কেন এই দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হবে বলে জানায় রেল।