কলকাতা: হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস স্টপেজ নিয়ে চলছিল জোর জল্পনা। বৃহস্পতিবার রেলের তরফে এই ট্রেনের সূচি প্রকাশ করা হয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, দু’টি প্রান্তিক স্টেশন ছাড়া ৫৬৫ কিলোমিটারের যাত্রাপথে তিনটি স্টেশনে দাঁড়াবে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস।
রেলের তরফে প্রকাশিত সূচি অনুযায়ী, সাধারণ দিনে বোলপুর (শান্তিনিকেতন), মালদহ টাউন এবং বিহারের বারসোই স্টেশনে দাঁড়াবে এই সেমি হাইস্পিড ট্রেন। তবে শুক্রবার উদ্বোধন হয়ে গেলেও ঠিক কবে থেকে এই ট্রেন যাত্রীদের জন্য চলাচল করবে, তা জানানো হয়নি এ দিন। ওয়াকিবহাল মহলের মতে, নতুন বছরের প্রথম দিন থেকেই বাণিজ্যিক ভাবে ছুটতে শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস।
প্রসঙ্গত, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে এই ট্রেন ছাড়বে ভোর ৫টা ৫০ মিনিটে। পৌঁছবে দুপুর ১টা ২০ মিনিটে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে দুপুর ২টো ৫০ মিনিটে। হাওড়ায় আসবে রাত ১০টা ২০ মিনিটে।