দুর্ঘটনা এড়াল ওড়িশাগামী ইস্পাত এক্সপ্রেস, সাঁতরাগাছিতে খুলে গেল ইঞ্জিন-সহ ২টি কামরা

কলকাতা: রবিবার সাত সকালে বড়োসড়ো দুর্ঘটনা এড়াল ওড়িশাগামী ইস্পাত এক্সপ্রেস। সাঁতরাগাছি স্টেশনের কাছে ট্রেনের ৩ ও ৪ নম্বর কাপলিং খুলে যাওয়ায় বিপত্তি। ট্রেন থেকে ২টি কামরা আলাদা হয়ে যায়। গতিবেগ কম থাকায় বড়োসড়ো দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মন করছেন বিশেষজ্ঞরা।

এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রবল আওয়াজ ও ঝাঁকুনিতে আতঙ্ক ছড়িয়ে যাত্রীদের মধ্যে ট্র্যাকে নেমেই হাঁটতে শুরু করেন অনেকে। ব্যাহত হয় ট্রেন চলাচল।

উল্লেখ্য, রবিবার সকাল ৮টা ৪৩ মিনিটে হাওড়া থেকে ছেড়েছিল ইস্পাত এক্সপ্রেস। সকাল ৯টা ৫ মিনিট নাগাদ বাকসাড়া গেট এলাকায় ওই এক্সপ্রেসটি দ্বিতীয় কামরার কাপলিং খুলে যায়। তার জেরে ওই দু’টি কামরা নিয়ে ইঞ্জিন চলে যায়।

বিশেষজ্ঞদের মতে, ট্রেনের গতি বেশি থাকলে ভয়াবহ দুর্ঘটনার সম্ভবনা ছিল। তবে ট্রেনের গতি কম থাকায় বরাতজোরে রক্ষা পেলেন যাত্রীরা। এর আগেও একাধিকবার ট্রেনের কাপলিং খুলে দুর্ঘটনা ঘটেছে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে