কলকাতা : উত্তর ২৪ পরগণার খড়দহ রেল স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা। ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয় দুটি গাড়ির। অল্পের জন্য রক্ষা!
জানা গিয়েছে, রবিবার রাত ৯টা নাগাদ খড় লেভেল ক্রসিং বন্ধ হওয়ার সময় ঢুকে গেল দুটি গাড়ি। ঠিক একই সময় ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস ঢুকে পড়ে। তাতে লাইনের কাছেই লেবেল ক্রসিংয়ের গেটে আটকে পড়ে দুটি গাড়ি। সেগুলির পিছনে ধাক্কা মারে ট্রেনটি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা, কেউ হতাহত হননি। আধ ঘণ্টার বেশি বন্ধ ট্রেন চলাচল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লেভেল ক্রসিং খোলা ছিল। সেখানে গাড়ি ঢুকতেই এই সংঘর্ষ। মুহূর্তেই বিকট শব্দে দাঁড়িয়ে যায় ট্রেনটি। যাত্রীদের মধ্যে তৈরি হয় আতঙ্ক। স্থানীয় বাসিন্দারাও রীতিমতো চিৎকার করে ওঠেন এই ঘটনা দেখে।
তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কিন্তু বিরাট দুর্ঘটনা ঘটে যেতে পারত।