Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এ মাসের শেষেই রাজ্যে আসছে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী - NewsOnly24

এ মাসের শেষেই রাজ্যে আসছে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

ওয়েবডেস্ক : শনিবার রাজ্যে আসছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ২৫ ফেব্রুয়ারির মধ্যে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছবে। এর মধ্যে থাকছে সিআরপিএফ , সিআইএসএফ , বিএসএফ , এসএসবি ও আইটিবিপি । আপাতত কেন্দ্রীয় বাহিনীর কাজ হবে সীমান্তবর্তী এলাকায় টহলদারি রুট মার্চ ।

রাজ্যের বিরোধী দলগুলি , বিশেষ করে বিজেপির দাবি ছিল , নির্বাচন ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী বাংলায় আসুক । বিরোধীদের দাবি মেনেই ১২৫ কোম্পানি বাহিনীকে ফেব্রুয়ারি মাসে বাংলায় পাঠাচ্ছে নির্বাচন কমিশন ।

আরও পড়ুন : কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে তৃণমূলের জনসভা

বীরভূম জেলায় প্রথম কেন্দ্রীয় বাহিনী পৌঁছবে । রবিবার থেকেই বাহিনী বীরভূমের বিভিন্ন জায়গায় এরিয়া ডোমিনেশনের কাজ শুরু করবে । বিশেষ করে স্পর্শকাতর এলাকায় রুট মার্চ করবে । ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলাশাসককে এই বিষয়ে জানানো হয়েছে ৷

ফেব্রুয়ারির শেষ থেকেই রাজ্যে আধাসামরিক বাহিনী আসতে শুরু করবে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর । ভোটের সময় রাজ্য সরকারই ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে । সাম্প্রতিক কলকাতা সফরের সময়ে কমিশনের ফুল বেঞ্চ জানিয়েছিল , রাজ্য যা চেয়েছে তত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নাও মিলতে পারে ।

উল্লেখ্য , শুধু পশ্চিমবঙ্গ নয়, একই সঙ্গে আরো চারটি রাজ্যে বিধানসভান নির্বাচন হবে। ২০১৯-র লোকসভা নির্বাচনে ৭৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করা হয়েছিল । সেই সময়ে বুথের সংখ্যা ছিল ৭৮ হাজার । এ বার অতিমারি পরিস্থিতির কারণে বুথের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ১ হাজার ৭৯০টি ।

Related posts

জঙ্গলের বুক চিরে টয়ট্রেন! ছয় বছর পর উত্তরবঙ্গে ফিরল রোমাঞ্চকর জঙ্গল সাফারি

শীতের মাঝেই উলটপুরাণ! এক ধাক্কায় ৪ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা

নজরে বাঁকুড়া, ১৫ হাজার চাকরির বার্তা অভিষেকের