রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, তাৎপর্যপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজভবনের অস্থায়ী ওই মহিলা কর্মী। সেই মামলায় শুক্রবার রাজ্যের উদ্দেশে নোটিস জারি করেছে শীর্ষ আদালত। পাশাপাশি দিয়েছে আরও কয়েকটি নির্দেশ।

সুপ্রিম কোর্টে শুক্রবার ওই মামলাটি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ওঠে। মোট তিনটি নির্দেশ দিয়েছে তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের উদ্দেশে নোটিস জারি, কেন্দ্রকে যুক্ত করতে অনুমতি দেওয়ার পাশাপাশি বেঞ্চের নির্দেশ, কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল যাতে এই মামলায় সহযোগিতা করেন, তা নিশ্চিত করতে হবে।

বাংলার রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে কলকাতার হেয়ার স্ট্রিট থানায়। রাজভবনের এক মহিলা কর্মী তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। কিন্তু, ভারতীয় সংবিধানের ৩৬১ ধারা অনুযায়ী রাজ্যপাল বেশ কিছু বিশেষ ক্ষমতার অধিকারী। রাজ্যপাল পদের অন্যতম রক্ষাকবচ হল, পদে থাকাকালীন তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা চালানো যাবে না।

ফলে রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি ধারায় তদন্ত করা সম্ভব হয়নি। সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগে তদন্ত করা যায় না বলে কোনও অভিযোগ দায়ের না করলেও তদন্তে নেমেছিল কলকাতা পুলিশ। কিন্তু কলকাতা হাই কোর্টের স্থগিতাদেশে সেই তদন্ত বন্ধ হয়ে যায়। এর পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিযোগকারিণী। তিন সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে বলে শুক্রবার জানিয়েছে সুপ্রিম কোর্ট।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক