Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
নদিয়ার বাংলাদেশ সীমান্তে গোপন বাঙ্কার থেকে বিপুল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার - NewsOnly24

নদিয়ার বাংলাদেশ সীমান্তে গোপন বাঙ্কার থেকে বিপুল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার

নদিয়ার কৃষ্ণগঞ্জে বাংলাদেশ সীমান্তের কাছে মাটি খুঁড়ে উদ্ধার হল জোড়া বাঙ্কার, যার ভিতর মজুত ছিল প্রচুর নিষিদ্ধ কাশির সিরাপ। বিএসএফের অনুমান, এগুলো বাংলাদেশে পাচারের জন্য লুকিয়ে রাখা হয়েছিল। গোলাবারুদ থাকার আশঙ্কায় প্রায় দু’বিঘা জমি ঘিরে রেখে ‘মেটাল ডিটেক্টর’ দিয়ে তল্লাশি চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী।

শুক্রবার কৃষ্ণগঞ্জের মাজদিয়া সুধারঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের কাছে ব্যক্তিগত মালিকানাধীন একটি বাগানে তল্লাশি চালিয়ে বিএসএফ প্রথমে একটি বাঙ্কার উদ্ধার করে। এরপর আরও দুটি লোহার বাঙ্কারের সন্ধান মেলে। বাঙ্কারগুলো খুলতেই বেরিয়ে আসে কয়েক হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ।

একটি বাঙ্কার প্রায় ১০ ফুট চওড়া ও ১৫ ফুট লম্বা, উচ্চতা প্রায় ৮ ফুট। বাকি দু’টি তুলনায় ছোট। বিএসএফের ৩২ ব্যাটেলিয়নের কম্যান্ড্যান্ট সুজিত কুমার জানান, ‘‘এ পর্যন্ত উদ্ধার হওয়া কাশির সিরাপ প্রায় পাঁচ গাড়ি ভর্তি। তল্লাশি চালিয়ে আরও কিছু উদ্ধার হতে পারে।’’

সাধারণতন্ত্র দিবসের আগে সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। তার মধ্যেই এই বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। জমির মালিকের খোঁজ চলছে, তবে এখনও পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।

Related posts

বেলডাঙা অশান্তি: কেন্দ্র চাইলে এনআইএ তদন্ত করতে পারে, রাজ্যকে বাহিনী ব্যবহারের নির্দেশ হাই কোর্টের

বাংলায় বাদুড়ের শরীরে নিপা ভাইরাস মেলেনি, সমীক্ষায় স্বস্তি

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য, শুনানিতে বিএলএ ঢোকার ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট