Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজ বড়দিন, শীতের উৎসবে রঙিন কলকাতা - NewsOnly24

আজ বড়দিন, শীতের উৎসবে রঙিন কলকাতা

পার্ক স্ট্রিটে রাজীব বসুর তোলা ছবি

কলকাতা: আজ বড়দিন (২৫ ডিসেম্বর, ২০২৩)। শহর জুড়ে উৎসবের আবহ। উৎসব মানে যেমন আনন্দের ঢল, আবার উৎসব মানে প্রশাসনিক সতর্কতাও। ভিড়ের এলাকায় আইনশৃঙ্খলা নিয়ে সোমবার বাড়তি সতর্ক থাকবে পুলিশ। পরিস্থিতি অনুযায়ী চলবে যানবাহন নিয়ন্ত্রণও।

প্রতি বছরই বড়দিন উপলক্ষে গির্জায় যান মুখ্যমন্ত্রী। রবিবার, ২৪ ডিসেম্বর রাতে ব্রেবোর্ন রোডের পর্তুগিজ চার্চে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ডেরেক ও’ ব্রায়েন। যোগ দেন বিশেষ প্রার্থনায়। প্রার্থনার পর ফাদারের কাছ থেকে আশীর্বাদ নেন মুখ্যমন্ত্রী। চার্চের তরফে মুখ্যমন্ত্রীর হাতে একটি উপহার তুলে দেওয়া হয়। বড়দিনের উৎসবে সামিল হয়ে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করা হয়।

এ দিন সকাল থেকে চিড়িয়াখানামুখী মানুষের ভিড়। একই রকম ভিড় জাদুঘর, তারামণ্ডল, সায়েন্স সিটি, ভিক্টোরিয়া মেমোরিয়াল, জেল মিউজিয়াম, ইকো পার্ক, নিকো পার্কে।

ইতিমধ্যেই সেজে উঠেছে পার্ক স্ট্রিট। উৎসবের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী৷ বড়দিন ও বছরের শেষ সপ্তাহের উৎসবে এ বার মেতে উঠল কলকাতা শহরও। ঝলমলে পার্ক স্ট্রিট শহরের নানা প্রান্ত। সন্ধ্যায় পার্ক স্ট্রিট থাকবে ভিড়ে জমজমাট।

বড়দিনে এ বার কলকাতার পার্ক স্ট্রিট, বিভিন্ন চার্চ-সহ নিরাপত্তায় মোতায়েন হচ্ছে তিন হাজারের বেশি পুলিশ। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে থাকবে কুইক রেসপন্স টিম এবং অ্যাম্বুল্যান্স। প্রতিবারের মতো এ বারও পার্ক স্ট্রিটে তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার। কলকাতা পুলিশ সূত্রে খবর, পার্ক স্ট্রিটে যেমন জোন করে নিরাপত্তার বেষ্টনী তৈরি হচ্ছে, তেমনই শহরের বিভিন্ন চার্চ, কালীঘাটের মন্দির, চিড়িয়াখানা, ভিক্টোরিয়ার মতো জায়গাগুলোতেও থাকছে নিরাপত্তা। নজরদারি চালানো হবে এজেসি বোস রোড, মৌলালি ক্রসিং, মল্লিকবাজার-সহ শহরের একাধিক জায়গায়। এ ছাড়া বেলুড়, দক্ষিণেশ্বর ঘাটে থাকছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Related posts

জঙ্গলের বুক চিরে টয়ট্রেন! ছয় বছর পর উত্তরবঙ্গে ফিরল রোমাঞ্চকর জঙ্গল সাফারি

শীতের মাঝেই উলটপুরাণ! এক ধাক্কায় ৪ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা

নজরে বাঁকুড়া, ১৫ হাজার চাকরির বার্তা অভিষেকের