সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন শিবশঙ্কর যাদব (২৬), রাহুল যাদব (২৭), আদিত্য মৌর্য (২০), দেবাঙ্ক গুপ্তা (২৪) এবং রুকেশ সাহানি (৩০)। পুলিশ জানিয়েছে, পাঁচজনই উত্তরপ্রদেশের বাসিন্দা। তারা কলকাতায় অস্ত্র নিয়ে কেন এসেছিল, সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ অভিযান চালায় এবং শিয়ালদহ চত্বরে সন্দেহভাজন কয়েকজনকে তল্লাশি করা হয়। তখনই আগ্নেয়াস্ত্র-সহ এই পাঁচজনকে হাতেনাতে ধরা হয়। কলকাতায় অস্ত্র পাচার করা হচ্ছিল কি না বা এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, তিন মাস আগেই সুরেন্দ্রনাথ কলেজের সামনে অস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। রাজাবাজারের বাসিন্দা ইসরাইলের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৯০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল। তদন্তে জানা যায়, ওই অস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকে আনা হয়েছিল। পুলিশের ধারণা, শহরে অস্ত্র পাচারের পিছনে বড় কোনও চক্র সক্রিয় রয়েছে।