Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
নতুন দল ঘোষণা হুমায়ুন কবীরের, নাম ‘জনতা উন্নয়ন পার্টি’ - NewsOnly24

নতুন দল ঘোষণা হুমায়ুন কবীরের, নাম ‘জনতা উন্নয়ন পার্টি’

পূর্বঘোষণা মতোই সোমবার নিজের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন নিলম্বিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর নতুন দলের নাম রাখা হয়েছে ‘জনতা উন্নয়ন পার্টি’। সোমবার দুপুরে মুর্শিদাবাদের বেলডাঙা এলাকার খাগরুপাড়া মোড়ে আয়োজিত এক সভা থেকে আনুষ্ঠানিক ভাবে দলের নাম ঘোষণা করেন তিনি। একই সঙ্গে প্রকাশ করা হয় দলের ইস্তাহারও।

হুমায়ুন কবীর জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি রেজিনগর ও বেলডাঙা—এই দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভরতপুরের বিধায়ক হিসেবে পরিচিত হুমায়ুন আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, তাঁর নতুন দলের নামে কংগ্রেস বা তৃণমূল—এই দুই দলের কোনও শব্দই থাকবে না।

এই প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, “মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসকে সম্পূর্ণ বর্জন করেছে। আর তৃণমূলকে ছুড়ে ফেলার অপেক্ষায় রয়েছে। তাই আমার দলের নাম এমন হবে, যার সঙ্গে সাধারণ মানুষ সহজেই একাত্ম হতে পারেন। জনতার পার্টি হিসেবেই এই দল চলবে। আমজনতার উন্নয়নই হবে আমাদের মূল লক্ষ্য।”

দলের প্রতীক নিয়েও এ দিন ইঙ্গিত দেন হুমায়ুন। তিনি জানান, ২০১৬ সালে নির্দল প্রার্থী হিসেবে টেবিল প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেছিলেন। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, নতুন দলের প্রতীক হিসেবেও টেবিলই তাঁর প্রথম পছন্দ। তবে নির্বাচন কমিশন যদি সেই প্রতীক অনুমোদন না করে, সে ক্ষেত্রে বিকল্প হিসেবে জোড়া গোলাপ প্রতীক চাওয়া হতে পারে। প্রয়োজনে অন্য বিকল্প প্রতীকও ভাবা হবে বলে জানান তিনি।

দলের পতাকা নিয়েও ঘোষণা করেন হুমায়ুন কবীর। তাঁর কথায়, দলের পতাকায় থাকবে তিনটি রং—হলুদ, সবুজ এবং সাদা। এই রংগুলির মাধ্যমেই জনতার ঐক্য ও উন্নয়নের বার্তা তুলে ধরা হবে।

সোমবার বেলডাঙায় হুমায়ুন কবীরদের সভার জন্য প্রায় পাঁচ ফুট উঁচু লোহা ও অ্যালুমিনিয়ামের স্ট্যান্ডে তৈরি মঞ্চ করা হয়। সেই মঞ্চ থেকেই আনুষ্ঠানিক ভাবে দলের নাম ঘোষণা করেন তিনি। গোটা সভাস্থল হুমায়ুন কবীরের নাম ও ছবি সংবলিত পোস্টার-ব্যানারে ভরিয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, সভায় উল্লেখযোগ্য সংখ্যক সমর্থকের উপস্থিতি ছিল।

নতুন দল ঘোষণার মাধ্যমে মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related posts

জঙ্গলের বুক চিরে টয়ট্রেন! ছয় বছর পর উত্তরবঙ্গে ফিরল রোমাঞ্চকর জঙ্গল সাফারি

শীতের মাঝেই উলটপুরাণ! এক ধাক্কায় ৪ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা

নজরে বাঁকুড়া, ১৫ হাজার চাকরির বার্তা অভিষেকের