120
নিউ টাউনের সাহা মার্কেট এলাকার একটি গেস্ট হাউস থেকে উদ্ধার হল ২২ বছরের এক মহিলার মৃতদেহ। মৃতার নাম ইতিকা মণ্ডল। এই ঘটনায় স্বামী বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা এই দম্পতি সোমবার নিউ টাউনে বেড়াতে এসে গেস্ট হাউসে ওঠেন। মঙ্গলবার ১০০ নম্বরে একটি ফোন আসে— অভিযোগ, স্বামী স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউন ও ইকোপার্ক থানার পুলিশ।
বিশ্বজিতের বিরুদ্ধে অভিযোগ, স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন সন্দেহ করে দু’জনের মধ্যে বচসা বাঁধে এবং পরে তিনি শ্বাসরোধ করে খুন করেন। পুলিশ জানিয়েছে, বিশ্বজিৎ খুনের কথা স্বীকার করেছেন।