ডেস্কঃ চৌরঙ্গিতে বিজেপি প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয়েছে প্রয়াত সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্রের। কিন্তু তিনি যে বিজেপি প্রার্থী তা জানেনই না শিখা মিত্র । একটি অডিয়োবার্তায় তাঁর দাবি, বিজেপির হয়ে দাঁড়াচ্ছি না। ভুয়ো খবর। তিনি বলেছেন, এটা আদৌ বিশ্বাসযোগ্য নয়। আমি নিজেই বলছি, আমি দাঁড়াব না।ফলে, প্রার্থীতালিকা নিয়ে চরম বিড়ম্বনায় বিজেপি ।
পাশাপাশি তাঁর পুত্র রোহন সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, “সহ্যের একটা সীমা আছে। আমরা কোনো দলে যোগদান করিনি। তার পরেও আমাদের নাম ঘোষণা করে দেওয়া হল। আমরা কোনো দিন ভোটে দাঁড়াতে চাইনি”। তিনি আরও বলেন, “বাবাকে ছোটো করে কিছু করব না। তিনি মৃত্যুকালে প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন। বাবাকে ছোট করে কিছু করব না। আমাদের পরিবার সোমেন মিত্রর পরিবার”।’
আরও পড়ুনঃ প্রকাশ হল বিজেপির প্রার্থী তালিকা, দেখে নিন একনজরে…
বিগত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে এবার বিজেপিতে নাম লেখাতে চলেছেন শিখা মিত্র। এমনকি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শিখার সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনেও যান। সেখানেই দীর্ঘক্ষণ আলোচনা হয় দু’জনের মধ্যে। আলোচনা পর্বেই শুভেন্দু সোমেন-পত্নী ও পুত্র রোহনকে প্রস্তাব দেন বিজেপি-তে যোগদান করার। যদিও সেই প্রস্তাব বহু আগে থেকেই মিত্র পরিবারের কাছে ছিল বলে জানা গিয়েছে।