প্রথম পাতা খবর শুভেন্দু বাড়িতে এলেও ওঁর সঙ্গে দেখাই করিনি, সাফ জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা

শুভেন্দু বাড়িতে এলেও ওঁর সঙ্গে দেখাই করিনি, সাফ জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা

253 views
A+A-
Reset

ডেস্ক: দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করার পর সিবিআই আইনজীবী তুষার মেহতার বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তুষার-শুভেন্দু সাক্ষাৎ নিয়ে প্রশ্ন তুলে সলিসিটর জেনারেলের পদ থেকে তুষার মেহতার অপসারণে দাবি জানায় তৃণমূল। এই বিতর্কের মাঝে তুষার মেহতা জানালেন বিজেপি নেতার সঙ্গে এ ধরনের কোনো বৈঠক হয়নি। শুভেন্দু তাঁর বাড়িতে গেলেও তিনি তাঁর সঙ্গে দেখা করেননি বলেই দাবি করলেন সলিসিটর জেনারেল।

তুষার মেহেতার দাবি, তাঁর আপ্তসহায়ক শুভেন্দুকে অপেক্ষা করতে বলেন। কিন্তু কোনও বৈঠক হয়নি। এর জন্য শুভেন্দুর কাছে দুঃখপ্রকাশও করেন তিনি। এদিন বিধানসভাতেও শুভেন্দুর উদ্দেশে এ বিষয়ে প্রশ্ন করা হলে, তিনিও এই বৈঠক হয়নি বলেই দাবি করেন।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা, উদ্বেজনজনক আইন-শৃঙ্খলা নিয়ে উল্লেখ নেই রাজ্যপালের ভাষণে: শুভেন্দু

এই প্রেক্ষিতে পাল্টা টুইট প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মিস্টার অধিকারী বিভিন্ন অফিসারের উপস্থিতিতে মাননীয় সলিসিটর জেনারেলের বাসভবনে প্রবেশ করেন এবং সেখানে প্রায় ৩০ মিনিট ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহেতার বাড়িতে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকাকালীন সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হোক।


নারদ ও সারদা মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে সলিসিটর জেনারেল কেন সাক্ষাত করেছেন তা নিয়ে গতকাল থেকেই সরব তৃণমূল। শুধু তাই নয় আজ খোদ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে অপসারণের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। গতকালই কুণাল ঘোষ এ বিষয়ে প্রশ্ন তুলেছিলেন, ‘নারদ কেলেঙ্কারির এফআইআরে নাম থাকা অভিযুক্ত ব্যক্তি সিবিআই-এর আইনজীবী তুষার মেহতার সঙ্গে বৈঠক করলেন কেন? বিজেপি মধ্যস্থতা করে বাঁচাচ্ছে? অবিলম্বে সেই অভিযুক্তের গ্রেপ্তার চাই।’ 


কুণালের সেই মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দুর জবাব ছিল, “যিনি সারদা মামলায় সাড়ে তিন বছর জেল খেটেছেন, তাঁর প্রশ্নের উত্তর দেব না।” কিন্তু বৈঠক হয়নি বলে গতকাল একবারও তিনি বলেনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.