কলকাতা: বাগুইআটিতে দশম শ্রেণির দুই ছাত্রের খুনে তপ্ত রয়েছে এলাকা। পুলিশের হাতে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে বাগুইআটি থানার আইসিকে ক্লোজ করা হয়েছে। খুনের তদন্তে দায়িত্ব দেওয়া হল সিআইডি-কে।
এ দিন ফিরহাদ হাকিম জানান, “কেউ ছাড় পাবে না, দোষীরা শাস্তি পাবে। ডিজিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনকে সব রকম ভাবে শোকাতুর পরিবারের পাশে থাকার নির্দেশ দিয়েছেন তিনি”।
আরও পড়ুন: বাগুইআটি থেকে নিখোঁজ দুই কিশোরের দেহ উদ্ধার, গ্রেফতার ৪
উল্লেখ্য, ২২ আগস্ট বাইক কেনার নাম করে বাড়ি থেকে বেরোয় অতনু দে এবং অভিষেক নস্কর নামে দুই কিশোর। মিনাখাঁ থেকে একটি গাড়ি আগেই ভাড়া করে নিজের গ্যারেজে এনে রেখেছিল তাদের পরিচিত সত্যেন্দ্র চৌধুরী। সেই গাড়িতেইবের হয় তারা। প্রথমে রাজারহাট যায়, সেখান থেকে বাসন্তী হাইওয়ে। রাস্তাতেই ওই দুই ছাত্রকে খুন করা হয় বলে অভিযোগ। অভিজিৎ বসু নামে এক যুবককে গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের সূত্র ধরে গত মঙ্গলবার জোড়া দেহ উদ্ধার হয়।
আরও পড়ুন: ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ, আজ আসানসোল কোর্টে হাজিরা অনুব্রত মণ্ডলের