কলকাতা: শনিবার তিথি মেনে বিজয়া দশমী পালন হলেও শহরের অধিকাংশ বারোয়ারি পুজোর প্রতিমা নিরঞ্জন হয়নি। কলকাতা পুলিশের সূত্রে জানা যাচ্ছে, আজ, রবিবার থেকে কলকাতার বিভিন্ন ঘাটে বারোয়ারি পুজোর প্রতিমা বিসর্জন শুরু হতে পারে। এ বিষয়ে কলকাতা পুরসভা এবং কলকাতা বন্দর কর্তৃপক্ষ একত্রে কাজ করবে।
কলকাতা পুরসভার একটি সূত্র জানায়, শহরের ১৬টি গঙ্গার ঘাটে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা রাখা হয়েছে। শনিবার মূলত বনেদি বাড়ির প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়েছে। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত বিসর্জনের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, আগামী শনিবার কলকাতার রেড রোডে পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে। কার্নিভালের পর অংশগ্রহণকারী পুজো কমিটিগুলিও তাদের প্রতিমা বিসর্জন করবে।
উল্লেখ্য, প্রতিবছরই এই সময় কলকাতা জুড়ে দুর্গাপুজোর উৎসব থাকে, যেখানে বিভিন্ন পুজো কমিটি দর্শকদের মনোরঞ্জনের জন্য অভিনব সাজসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। দুর্গাপুজোর পর মণ্ডপগুলো থেকে প্রতিমা নিরঞ্জনের পর্ব শুরু হলে, তা শহরের বিভিন্ন অঞ্চলে এক আলাদা উৎসবের পরিবেশ তৈরি করবে।