বিজেপি-বিরোধী রাজ্যে এমন কিছু ঘটলে রাষ্ট্রপতি শাসন জারির দাবি উঠত, কুম্ভের ‘অব্যবস্থা’ নিয়ে তোপ অভিষেকের

কলকাতা: বাজেট অধিবেশনের ঠিক আগে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দর থেকেই কেন্দ্রের বাজেট নিয়ে আশাহীনতার বার্তা দিলেন তিনি। শুধু বাজেট নয়, কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃতদের সংখ্যা ও ব্যবস্থাপনা নিয়েও কেন্দ্রকে একহাত নিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।

দিল্লি রওনা দেওয়ার আগে অভিষেক বলেন, “প্রচারের উপর জোর দিলেও, পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাব স্পষ্ট। বিজেপি-বিরোধী রাজ্যে এমন কিছু ঘটলে রাষ্ট্রপতি শাসন জারির দাবি উঠত।” তাঁর অভিযোগ, মৃতদের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে, এবং গরিব মানুষের জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘোষণা করেছেন, কুম্ভে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার দায়িত্ব তিনি নেবেন। তিনি বলেন, “যাঁরা ডেথ সার্টিফিকেট পাচ্ছেন না, তাঁদের প্রয়োজনীয় শংসাপত্র পাইয়ে দেওয়া হবে।”

বাজেট অধিবেশনের আগে দিল্লি যাওয়ার বিষয়ে অভিষেক বলেন, “কেন্দ্রে জনবিরোধী সরকার চলছে, বাজেট নিয়ে কোনও আশা নেই।” তবে তাঁর দিল্লি সফরের অন্যতম কারণ সেখানে আসন্ন বিধানসভা নির্বাচন। ৫ ফেব্রুয়ারির ভোটের আগে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা দিল্লিতে প্রচারে নামবেন, এবং অভিষেকও ভোট-মুখী রাজধানীতে পৌঁছে যাবেন বলে সূত্রের খবর।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন