পহেলগাঁও জঙ্গি হামলায় মহিলাদের ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে বিজেপির রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংরা। তাঁর দাবি, হামলার সময় উপস্থিত মহিলা পর্যটকদের উচিত ছিল জঙ্গিদের সঙ্গে লড়াই করা। তা হলে প্রাণহানি আরও কম হত।
এক অনুষ্ঠানে অংশ নিয়ে রামচন্দ্র বলেন, “আমাদের দেশের নারীরা অহল্যাবাঈ হোলকর, ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের বংশধর। তাঁদেরও জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত ছিল। যদি তাঁরা অগ্নিবীর হতেন, তবে সন্ত্রাসীদের মোকাবিলা করতে পারতেন।”
সাংসদের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধীরা বলছেন, ভয়াবহ এক জঙ্গি হামলার শিকার যাঁরা হয়েছেন, তাঁদেরই দায়ী করতে চেয়ে আসলে মানুষের বেদনার অপমান করেছেন জাংরা। পহেলগাঁও হামলায় অনেক মহিলা তাঁদের স্বামী, সন্তান কিংবা বাবা হারিয়েছেন। এই পরিস্থিতিতে এমন বক্তব্য শুধু অমানবিকই নয়, অত্যন্ত অসম্মানজনক বলেই মনে করছে বিরোধী শিবির।