প্রথম পাতা খবর স্বাস্থ্যসাথী কার্ড না নিলে আইনি ব্যবস্থা! বেসরকারী হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, ফের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্যসাথী কার্ড না নিলে আইনি ব্যবস্থা! বেসরকারী হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, ফের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

278 views
A+A-
Reset

স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করলে বসবাসকারী হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হবে’। কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, “স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে রাফ অ্যান্ড টাফ হবে রাজ্য।” জানালেন, যারা এই কার্ড ফেরাবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারে রাজ্য। এমনকী, বাতিল হতে পারে বেসরকারি হাসপাতালের লাইসেন্সও। 

এদিন রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে নবান্ন সভাঘরে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, “অনেক বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না। কী কারণে তারা এই কার্ড নিচ্ছে না, তা তাদের জানাতে হবে। বিষয়টা আমরা দেখছি।” এর পরই তিনি জানান, “স্বাস্থ্যদপ্তরকে বলা হয়েছে, যারা স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে লাইসেন্সও বাতিল করা হবে।” 

এর পাশাপাশি মমতা নির্দেশ দেন, স্বাস্থ্য কেন্দ্রগুলোর পরিকাঠামো আরো ভালো করতে হবে। জেলা হাসপাতাল থেকে রেফার করার প্রবণতা কমাতে হবে। অ-কোভিড রোগীদের চিকিৎসায় কোনো গাফিলতি করা যাবে না। কিছু কঠিন রোগ ছাড়া সবকিছুরই চিকিৎসা হয় এখানে। ভিনরাজ্যে না গিয়ে এখানে চিকিৎসা করানো উচিৎ।” 

মালদহ, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি ও ঝাড়গ্রাম জেলায় কোভিড টিকাকরণের হার এখনও ৯০ শতাংশের নিচে। টিকাকরণ বাড়াতে হবে।

মমতার কথায়, ‘স্বাস্থ্যসাথী কার্ডে অন্য রাজ্যে চিকিৎসা করালে, আমাদের এখানকার টাকা অন্য রাজ্যে চলে যায়। আমি চাইব, আমাদের এখানকার টাকা এখানেই থাকুক’।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.