প্রথম পাতা খবর বাংলার মানুষের সঙ্গে থাকতে গেলে মাঠে ময়দানে থাকতে হয় : অর্জুন

বাংলার মানুষের সঙ্গে থাকতে গেলে মাঠে ময়দানে থাকতে হয় : অর্জুন

302 views
A+A-
Reset

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগ দিয়েই জানিয়ে দিলেন তাঁর বিজেপি ছাড়ার কারণ। একইসঙ্গে তিনি জানিয়ে দিলেন, তিনি কবে সাংসদ পদ ছাড়বেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলাম। যে ঘরের ছেলে ছিলাম, সেই ঘরের ফিরে এসেছি। ভুল বোঝাবুঝির জেরে দল ছেড়ে বিজেপিতে যোগ দিই বললেন অর্জুন সিং।
এদিন অর্জুন বলেন, তৃণমূলের কংগ্রেসের প্রতিষ্ঠালগ্ন থেকে আমি দলের সঙ্গে রয়েছি। মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। তার পর বারাকপুর থেকে সাংসদ হয়েছি। কিন্তু বিজেপি যে ফেসবুক নির্ভর রাজনীতি করে তাতে আমার কাজ করতে সমস্যা হচ্ছিল। আমরা সংগঠন করা লোক। ফেসবুকে আমরা রাজনীতি করতে পারি না। তাই পুরনো দলে ফেরত এলাম।
অর্জুন বলেন, রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গের উন্নয়ন বন্ধ করে দেওয়া হয়েছিল। পাঠ শিল্পকে বঞ্চিত করা হচ্ছিল। বিজেপির সাংসদ পদ ত্যাগ নিয়ে তিনি বলেন, তৃণমূলের দুজন সাংসদও বিজেপির ঘরে রয়েছে। তাঁরা পদত্যাগ করলেই ১ ঘণ্টার মধ্যে আমিও ইস্তফা দিয়ে দেব।
এদিন বাংলার বিজেপি নেতৃত্বকেও কটাক্ষ করতে ছাড়েনি। ভুল বোঝাবুঝির জন্য দল ছেড়েছিলাম। এখন সেটা মিটে গিয়েছে। গোটা দেশের সামনে এখন আরও বড় লড়াই। বাংলার বিজেপি নেতার ঠাণ্ডা ঘরে বসে রাজনীতি করেন। তাঁদের সঙ্গে বাংলার মানুষের কোনও যোগ নেই। বাংলার মানুষের সঙ্গে থাকতে গেলে মাঠে ময়দানে থাকতে হয়। বিজেপি যে ভাবে এগোচ্ছে তাতে মানুষের কল্যাণ সম্ভব নয়। তাই দিনে দিনে রাজ্যে বিজেপির প্রভাব কমছে। মমতার নেতৃত্বে ভারত জুড়ে বড় আন্দোলন অপেক্ষা করে আছে। অপেক্ষা করুন দেখতে পাবেন।

আরও পড়ুন: রবিবাসরীয় বিকেল অর্জুনের ‘ঘরওয়াপসি’, তৃণমূলে ফিরলেন ব্যারাকপুরের সাংসদ

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.