প্রথম পাতা খবর ফিরতি পথে কলকাতায় আসছে না তো মাঙ্কিপক্স? জ্বর-মাথার যন্ত্রণায়ও আইসোলেশনের পরামর্শ

ফিরতি পথে কলকাতায় আসছে না তো মাঙ্কিপক্স? জ্বর-মাথার যন্ত্রণায়ও আইসোলেশনের পরামর্শ

52 views
A+A-
Reset

করোনা সামান্য কমতেই দেশে-বিদেশে বেরিয়ে পড়েছে মানুষ। ফিরতি পথে তারা নিয়ে আসছে না তো মাঙ্কিপক্স? এমনই আতঙ্কে কলকাতা।
সতর্ক ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চও। ইতিমধ্যেই লন্ডন, ফ্রান্স, কানাডা, পর্তুগাল, অস্ট্রেলিয়ায় শনাক্ত হয়েছে মাঙ্কিপক্সের রোগী। এই সব জায়গাগুলো থেকেই কর্মসূত্রে, কিংবা সফর শেষ করে কলকাতায় ঢুকছেন অনেকেই। ভাইরাস নিয়ে আসছেন না তো?
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল অ্যান্ড রিসার্চের (Indian Council of Medical and Research) পক্ষ থেকে জানানো হয়েছে, এই রোগের প্রাথমিক উপসর্গ জ্বর- মাথা ব্যথা- গায়ে ব্যথা। তাই বিদেশ বা বিন রাজ্য থেকে দেশে ফিরলে এই সব উপসর্গ দেখা দিলে বলা হয়েছে আইসোলেশনে থাকতে। তবে এই রোগ কোভিড ১৯ (Covid 19)- এর মত ছোঁয়াচে নয়।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আক্রান্ত ব্যক্তির মুখের ১- ২ ইঞ্চির কাছে না এলে সংক্রমিত হওয়ার আশঙ্কা নেই। আপাতত, ভাইরাস প্রকোপ এড়াতেই জ্বর, মাথা যন্ত্রণা বা পিঠে- গায়ে ব্যথা হলে আইসোলেশনের পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, হাম বা পক্সের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হতে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.