Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
গণধর্ষণে জামিন পাওয়া আইটি সেলের দুই সদস্যকে ফুল-মালা দিয়ে স্বাগত বিজেপির, তুমুল শোরগোল - NewsOnly24

গণধর্ষণে জামিন পাওয়া আইটি সেলের দুই সদস্যকে ফুল-মালা দিয়ে স্বাগত বিজেপির, তুমুল শোরগোল

লখনউ: বেনারসে আইআইটি-বিএইচইউ গণধর্ষণ মামলার তিন অভিযুক্তের মধ্যে দুজনকে জামিনে মুক্তি দেওয়ার পরে জোর শোরগোল উত্তরপ্রদেশে। বিরোধী দলগুলি উত্তরপ্রদেশ সরকারকে নিশানা করে বলছে, মহিলাদের সুরক্ষা সম্পর্কে বিজেপি-নেতৃত্বাধীন সরকার অনেক প্রতিশ্রুতি দেয়। কিন্তু সেই দাবি যে ভণ্ডামি, সেটাই প্রমাণ হচ্ছে এই ঘটনায়।

জানা গিয়েছে, বিজেপি আইটি সেলের দুই সদস্য, যারা বেনারসে বিএইচইউ ছাত্রীকে গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত, তারা জেল থেকে মুক্তি পেয়েছে। রিপোর্ট অনুসারে, তারা জেল থেকে বেরিয়ে আসার পরে, আনন্দ উদযাপন করা হয়েছিল এবং তাদের খুব আড়ম্বরের সঙ্গেই স্বাগত জানানো হয়েছিল।

এক্স-এ একটি পোস্টে , সমাজবাদী পার্টি (এসপি) সভাপতি অখিলেশ যাদব একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দাবি করা হয়েছে যে রাজ্য সরকারের দুর্বল পর্যবেক্ষণের কারণে অভিযুক্তদের জামিন দেওয়া হয়েছে। দুই অভিযুক্ত আনন্দ ওরফে অভিষেক চৌহান এবং কুণাল পান্ডে, জেল থেকে বেরিয়ে এলে তাদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। কেক কাটা হয়।

উল্লেখ্য, গত বছর বারাণসীর আইআইটি-বিএইচইউ-এর এক বি-টেক ছাত্রী গণধর্ষিতা হন। তিন অভিযুক্ত— কুণাল পাণ্ডে, অভিষেক চৌহান ও সক্ষম পটেল বিজেপির আইটি সেলের পদাধিকারী। বিজেপি আইটি সেলের দুই সদস্য গ্রেফতারের সাত মাসের মধ্যে জামিন পেয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, জে পি নড্ডা-সহ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে ওই তিন জনের ছবি প্রকাশ্যে এসেছিল। গত ২ জুলাই ইলাহাবাদ হাই কোর্ট থেকে প্রথমে অভিষেক, তার পরে কুণাল জামিন পায়। সরকারি আইনজীবী পাঁচটি ক্ষেত্রে কোনও তথ্যপ্রমাণ দিতে না পারায় হাই কোর্ট জামিন মঞ্জুর করে। ২৯ অগস্ট তারা জেল থেকে ছাড়া পেয়েছে।

Related posts

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্য অন্তর্বর্তী বাজেট, ২০২১-এর মতো মুখ্যমন্ত্রীই কি পেশ করবেন?

চতুর্থবারও মা–মাটি–মানুষের সরকার, কোচবিহারে জোরাল বার্তা অভিষেকের

পশ্চিমি ঝঞ্ঝার জেরে বাড়বে তাপমাত্রা, কলকাতায় এই ঠান্ডা থাকবে কতদিন?