আমি খুব মর্মাহত ! ‘‌কোনও অপরাধী ছাড়া পাবে না’, ভবানীপুরে গিয়ে বার্তা মমতার

আলিপুরদুয়ার সফর শেষে কলকাতায় ফিরেই ভবানীপুর জোড়া খুন কাণ্ডে ঘটনাস্থলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বললেন নিহত দম্পতির ২ মেয়ের সঙ্গে।

এদিন ভবানীপুরে যান তিনি। তাঁর সঙ্গে রয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এখানের বিধায়ক স্বয়ং মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। স্থানীয় কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়।

এদিন ভবানীপুরে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, “আমি খুব শকড। এই রাস্তা দিয়ে রোজই আমরা যাতায়াত করি। এটা খুব শান্ত পাড়া। সেখানে এমন ঘটনায় আমরা সবাই খুব শকড। পরিচিত লোকেরই কাজ এটা। পরিচিত কেউ ছাড়া, একাজ কেউ করতে পারে না। আততায়ীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পরিবারের পাশে থাকতে হবে। এত শান্ত পাড়া! ঘটনায় আমি মর্মাহত।”

মুখ্যমন্ত্রী দম্পতির মেয়েদের বলেন, ‘‌কোনও অপরাধী ছাড়া পাবে না। এই খুনের ঘটনার তদন্তে পুলিশ অনেক দূর এগিয়েছে। দ্রুত অপরাধীরা ধরা পড়বে বলে এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। শীঘ্রই খুনের কিনারা হবে। ভরসা রাখুন। বাইরে থেকে এসে অশান্ত করার চেষ্টা চলছে, এই ঘটনা বরদাস্ত করব না। তবে তদন্ত চলাকালীন এর থেকে বেশি কিছু বলা যাবে না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন :

আলিপুরদুয়ারে ধামসা-মাদলের তালে পা মেলালেন মমতা

ভারী বর্ষণে ভাসবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

ভবানীপুরে জোড়া খুনের ঘটনায় নিহত দম্পতির মেয়েকে ফোন মুখ্যমন্ত্রীর, দ্রুত তদন্তের আশ্বাস

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক