আন্তর্জাতিক নারী দিবসে এই প্রথম বার! শুধুমাত্র মহিলা কর্মীদের হাতেই ছুটল বন্দে ভারত এক্সপ্রেস

ভারতীয় রেলওয়ের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হল। যখন প্রথম বার সম্পূর্ণ মহিলাকর্মী দ্বারা পরিচালিত বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করল। আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ দিনে ট্রেন নম্বর ২২২২৩ ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস (CSMT) থেকে সাই নগর শিরডি বন্দে ভারত এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে যাত্রা শুরু করে।

এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট সুরেখা যাদব এই ঐতিহাসিক ট্রেন পরিচালনার দায়িত্ব পালন করেন। তাঁর সহকারী লোকো পাইলট ছিলেন সংগীতা কুমারী। ট্রেন পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্বেতা ঘোনে। টিকিট পরীক্ষার দায়িত্বে ছিলেন একদল অভিজ্ঞ মহিলা, যাঁদের মধ্যে প্রধান টিকিট পরীক্ষক অনুষ্কা কে.পি. এবং এম. জে. রাজপুত, সিনিয়র টিকিট পরীক্ষক সারিকা ওঝা, সুবর্ণা পাশতে, কবিতা মারাল ও মনীষা রাম ছিলেন।

লোকো পাইলট থেকে শুরু করে ট্রেন ম্যানেজার, টিকিট পরীক্ষক এবং ক্যাটারিং স্টাফ—প্রতিটি বিভাগে শুধুমাত্র মহিলারা দায়িত্ব পালন করেছেন। এই উদ্যোগ নারীদের শক্তি, দক্ষতা এবং নেতৃত্বের প্রতীক হিসেবে ভারতীয় রেলওয়েতে নতুন দৃষ্টান্ত স্থাপন করল।

রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, নারী ক্ষমতায়ন ও তাঁদের কর্মসংস্থানে আরও বেশি সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে