ইতিহাসের নতুন অধ্যায়! এই প্রথম তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বললেন এস জয়শঙ্কর

আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার তিনি প্রথমবারের মতো আফগানিস্তানের তালিবান সরকারের কার্যনির্বাহী বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেন। এটিই তালিবান প্রশাসনের সঙ্গে ভারতের প্রথম মন্ত্রী-স্তরের সরকারি যোগাযোগ।

এই ফোনালাপ এমন সময় ঘটল, যখন তালিবান শাসিত আফগানিস্তান—যাদের ভারত এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি—সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগামে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের হামলায় নিহত ২৬ জন পর্যটকের ঘটনার নিন্দা জানিয়েছিল।

ফোনে কথা বলার পর এক্স (সাবেক টুইটার)-এ এস জয়শঙ্কর লেখেন, “আজ সন্ধ্যায় আফগান কার্যনির্বাহী বিদেশমন্ত্রী মাওলবি আমির খান মুত্তাকির সঙ্গে ভালোমতো কথা হল। পহেলগামে সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানানোর জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও লেখেন, “আলোচনায় আমি আফগান জনগণের সঙ্গে ভারতের ঐতিহ্যবাহী বন্ধুত্ব এবং তাঁদের উন্নয়ন চাহিদায় ভারতের অব্যাহত সহায়তার কথা আবারও তুলে ধরেছি। ভবিষ্যতে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার উপায় নিয়ে কথা হয়েছে।”

কাশ্মীর প্রসঙ্গে তালিবানকে ঘিরে পাকিস্তান মিডিয়ার বিভ্রান্তিমূলক প্রচারের প্রেক্ষিতে ড. জয়শঙ্কর লেখেন, “আফগানিস্তান ও ভারতের মধ্যে অবিশ্বাস তৈরির জন্য সম্প্রতি পাকিস্তানি সংবাদমাধ্যমে ছড়ানো মিথ্যা ও ভিত্তিহীন খবরের স্পষ্ট প্রত্যাখ্যান করেছেন মাওলবি মুত্তাকি। আমি তাঁর এই অবস্থানকে স্বাগত জানাই।”

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক