বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললেই ‘বাংলাদেশি’ তকমা, প্রতিবাদে আজ রাস্তায় মমতা-অভিষেক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা! এমনকী বাংলাদেশে পাঠানোর হুমকি—এই অভিযোগ তুলে প্রতিবাদে আজ পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী নিজেই। ধর্মতলায় সংক্ষিপ্ত সভাও করবেন তিনি ও অভিষেক।

ওড়িশা, দিল্লি-সহ একাধিক বিজেপি-শাসিত রাজ্যে বাঙালিদের উপর হেনস্থার অভিযোগ নিয়ে দিন কয়েক আগে এক্স-এ ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা। এবার সরাসরি পথে নামলেন প্রতিবাদে।

২১ জুলাই শহিদ দিবসের প্রস্তুতির মাঝে এই প্রতিবাদ মিছিলে শাসক দলের কড়া বার্তা—বাঙালিদের অসম্মান বরদাস্ত করা হবে না।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে