জনসংযোগ বাড়াতেই বাংলা পেরিয়ে ত্রিপুরার মাটি পালন হবে ‘খেলা হবে’ দিবস

ডেস্ক: লক্ষ্য জনসংযোগ, ত্রিপুরার জমি শক্ত করতে খেলা হবে দিবস অন্যতম হাতিয়ার হয়ে উঠতে চলেছে তৃণমূল কংগ্রেসের।বাংলার পাশাপাশি তাই ত্রিপুরাতেও ‘খেলা হবে’ দিবস পালন করতে উদ্যোগী তৃণমূল। ত্রিপুরায় খেলা হবে দিবস নিয়ে একটু বেশিই তৎপর হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৫ নেতার নামে এফআইআর দায়েরের পরে আরও তৎপর তারা। আসল লক্ষ্য জনসংযোগ। আসল লক্ষ্য মানুষের কাছে পৌছনো। তাই খেলার মতো বিষয়কে সামনে রেখেই এগোতে চায় তারা।


খেলা হবে দিবস এবার পালন হবে বাংলার বাইরেও। বাংলার পড়শি রাজ্য ত্রিপুরাতেও খেলা হবে দিবস পালন করবেন সেখানকার তৃণমূল সমর্থক-কর্মীরা। বাংলার জয়ী ফুটবল নিয়েই ত্রিপুরার মাঠে নামতে চান সেখানকার রাজনীতিবিদরা। ইতিমধ্যেই, ত্রিপুরার জন্যে বাংলা থেকে চেয়ে পাঠানো হয়েছে ফুটবল। চেয়ে পাঠানো হয়েছে টি-শার্ট। যুব ও ছাত্র সমাজের কাছে তা নিয়েই পৌছতে চায় তারা। 

২১ এর বাংলার বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ট্যাগলাইন ছিল ‘খেলা হবে’। বাংলায় বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের বিপুল সাফল্য। আর সেই সাফল্যের অংশিদার খেলা হবে স্লোগান। দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছে তৃণমূল কংগ্রেসের খেলা হবে স্লোগান। তাকে স্মরণীয় করে রাখতেই এক প্রকার খেলা হবে দিবস ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: খোয়াই থানায় ধর্নার জের, অভিষেক-সহ ৫ নেতার বিরুদ্ধে FIR

শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা দেশেই খেলা হবে দিবসের পালনের ডাক দিয়েছেন তিনি। স্বাধীনতা দিবসের পরের দিন ১৬ অগাস্ট খেলা হবে দিবস উদযাপন করা হবে। সেদিন রাজ্যের বিভিন্ন ক্লাবকে ফুচবল বিতরণ করবে রাজ্য সরকার। ক্লাব গুলিকে দেওয়া হবে ফুটবল। খেলাধুলার মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখতে চায় শাসক দল তৃণমূল কংগ্রেস।


এই বিশেষ দিনটি পরিচিত রাজ্যবাসীর কাছে ফুটবলপ্রেমী দিবস হিসাবে৷ আর এই দিনেই জয়ী ফুটবল নিয়ে পালন হবে উৎসব। গ্রাম বাংলার মহিলাদের হাতে তৈরি ফুটবলেই খেলা হবে দিবস পালন করবে রাজ্য সরকার। বাংলার সেই ফুটবল এবার পৌছে যাবে ত্রিপুরার মাটিতেও। ত্রিপুরার তৃণমূল কংগ্রেস নেতা আশিষ লাল সিং জানিয়েছেন, “খেলা তো আগামী দিনে এই রাজ্যেও হবে। তাই বাংলাতে যখন খেলা হবে দিবস পালন করবে আমাদের দলের নেতৃত্বাধীন সরকার। তখন আমরাও পিছিয়ে থাকব না। আমরা জনসংযোগের জন্যে এই দিবস পালন করব।”

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে