Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য কলকাতায় ১২ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়াবে উব্‌র - NewsOnly24

পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য কলকাতায় ১২ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়াবে উব্‌র

কলকাতা: শহরের ১২ শতাংশ ভাড়া বৃদ্ধির কথা জানাল উব্‌র। শনিবার সংস্থার কেন্দ্রীয় পরিচালন বিভাগের প্রধান নীতীশ ভূষণ জানিয়েছে, চালকদের দাবি মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, পেট্রল-ডিজেলের মূল্যবদ্ধির ফলে তাঁরা দাবি করছিলেন ট্রিপপিছু ভাড়ানোর। সেই মতো ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে অভিযোগ উঠছিল ট্যাক্সিতে চালকরা অধিকাংশ ক্ষেত্রে এসি বন্ধ করে রাখেন। ভাড়া বাড়ানোর পর যদি এসি চালানো না হয় তবে যাত্রীরা অভিযোগ জানাতে পারবেন।

তবে এই সিদ্ধান্তে খুশি নন অ্যাপ-ক্যাব-চালকদের নেতৃত্ব। তাঁরা জানাচ্ছেন, ভাড়া বৃদ্ধির পরে কিলোমিটার পিছু ভাড়া ১১ টাকা থেকে ১৪ টাকার কাছাকাছি পৌঁছতে পারে। তাঁদের দাবি, এসি চালানোর খরচে কুলোবে না, যদি না ভাড়া অন্তত ২২-২৩ টাকা করা হয়।

সরকারি নির্দেশিকা নিয়ে ৬ এপ্রিল পরিবহণ সচিবের সঙ্গে ক্যাব সংস্থার প্রতিনিধিদের একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকে চালক সংগঠনের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এআইটিইউসি-র অ্যাপ-ক্যাব সংগঠনের নেতা নওলকিশোর শ্রীবাস্তব ও ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় জানান, ভাড়া ও কমিশন নিয়ে স্বচ্ছতা আনুক সংস্থাগুলি। সিটুর ইন্দ্রজিৎ ঘোষ কমিশন কমানোর অভিযোগ তুলেছে।

Related posts

জানুয়ারির শেষে ফের কনকনে শীতের ইঙ্গিত, আপাতত স্থিতাবস্থায় কলকাতার আবহাওয়া

অসুস্থ টুটু বোসের এসআইআর শুনানি বাড়িতেই, পরিবারকে হাজিরার নির্দেশ—সমালোচনার মুখে কমিশনের সাফাই

বাঁকুড়ায় ফর্ম-৭ বোঝাই গাড়ি ঘিরে রহস্য, আটকাল তৃণমূলকর্মীরা, আটক ২ বিজেপি কর্মী