করোনা পরিস্থিতিতে পুরভোট পেছলে আপত্তি নেই, কমিশনকে চিঠি দিয়ে জানাল নবান্ন

কলকাতা: করোনা পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশন যদি চার পুরনিগমের ভোট পিছিয়ে দিতে চায় তবে আপত্তি করবে না রাজ্য সরকার। এই সিদ্ধান্তের কথা কমিশনকে জানিয়ে দিল নবান্ন।

শিলিগুড়ি, চন্দননগর, বিধাননগর ও আসানসোলের ভোটে নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশরে পর নির্বাচন কমিশন রাজ্যের অবস্থান জানতে চায়। তার পরই কমিশনকে চিঠি দেয় রাজ্য।

২২ জানুয়ারি চার পুরনিগম আসানসোল, চন্দননগর, বিধাননগর ও শিলিগুড়িতে ভোটের দিন ঠিক হয়। কিন্তু শুক্রবার কলকাতা হাই কোর্ট ভোটের দিনক্ষণ পিছিয়ে দেওয়া নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে বিবেচনা করতে বলে। তার পরই নির্বাচন কমিশন রাজ্যের সঙ্গে কথা বলে। জানতে চায়, এই কোভিড পরিস্থিতিতে ভোট পিছিয়ে দেওয়া নিয়ে রাজ্য কী ভাবছে।

শনিবার নবান্ন থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় রাজ্যে কোভিডের যে পরিস্থিতি রয়েছে তা সর্বতভাবে রাজ্য মোকাবিলা করছে। যা পরিস্থিতি তাতে মোকাবিলা সম্ভবও। কিন্তু আদালত যেহেতু বিষয়টি আলাদাভাবে দেখার কথা বলছে, যদি নির্বাচন কমিশন ভোট পিছিয়ে দিতে চায় তাতে রাজ্যের কোনও আপত্তি নেই।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন