রাজ্যের মুকুটে নতুন পালক! পূর্ব ভারতের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে একে মেডিক্যাল, দুইয়ে এসএসকেএম

পূর্ব ভারতের সেরা স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রথম স্থান অধিকার করল কলকাতা মেডিক্যাল কলেজ। দ্বিতীয় স্থানে রয়েছে এসএসকেএম হাসপাতাল। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো, সাফল্য ও সুযোগসুবিধা বিবেচনা করে এই তালিকা প্রকাশ করেছে।

এই স্বীকৃতি প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে জানিয়েছেন, স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে বাংলা এখন দেশের মডেল। তিনি আরও জানান, টিবি মুক্ত ভারত অভিযানেও বিশেষ কৃতিত্বের জন্য কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের প্রশংসা পেয়েছে পশ্চিমবঙ্গ। অতিরিক্ত টিবি রোগী চিহ্নিতকরণের জন্য এই সম্মান এসেছে।

এই কৃতিত্বের জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক