Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দুর্গাপুজোর আনন্দ মধ্যেই হয়ে গেল নব যুবক সংঘের কালী পুজোর খুঁটি পুজো, উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, জিৎ গাঙ্গুলী - NewsOnly24

দুর্গাপুজোর আনন্দ মধ্যেই হয়ে গেল নব যুবক সংঘের কালী পুজোর খুঁটি পুজো, উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, জিৎ গাঙ্গুলী

সাধনা দাস বসু : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর পর পরই আসে কালী পুজো। কালী পুজো নিয়েও বাঙালি কম মাতামাতি করে না। প্রতিমা , প্যান্ডাল , আলোকসজ্জায় কে কাকে টেক্কা দেবে , তাই নিয়ে পুজো উদ্যোক্তাদের মধ্যে চলে প্রতিযোগিতা। ৯ অক্টোবর শনিবার , দুর্গাপুজোর আনন্দ কোলাহলের মধ্যেই হয়ে গেল নব যুবক সংঘের কালী পুজোর খুঁটি পুজো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব, বিধায়ক তাপস রায়, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ , সঙ্গীতশিল্পী জিৎ গাঙ্গুলী , সমাজসেবী প্রবন্ধ রায় প্রমুখ।

আরও পড়ুন: সুপ্রাচীন কাল থেকে প্রাণশক্তি ও সৃষ্টিশক্তির প্রতীকরূপে, মাতৃদেবী হিসাবে নানারূপে,নানাভাবে পূজিতা তিনি

কলকাতার পুজোগুলির অন্যতম , উত্তর কলকাতার কেশব সেন স্ট্রিটের ” নব যুবক সংঘ ” – র কালী পুজো। যা ফাটাকেষ্টর কালী পুজো নামেই বিখ্যাত। এই পুজো শুধু কলকাতা তথা পশ্চিমবঙ্গেই নয় , ভারতবর্ষেও এর খ্যাতি রয়েছে। নব যুবক সংঘই কলকাতায় প্রথম সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে পুজোর আয়োজন করে। ঐতিহ্যবাহী এই পুজো দেখতে ভিড় জমায় বহু মানুষ।

Related posts

যুবভারতী তাণ্ডব কাণ্ডে দু’জন গ্রেফতার, সিসিটিভি ফুটেজে চিহ্নিত অভিযুক্তরা

টোটো নথিভুক্তকরণে ‘ধীরে চলো’ নীতি, ফের সময়সীমা বাড়ানোর ইঙ্গিত পরিবহণ দফতরের

কুয়াশার সতর্কতা জারি, তাপমাত্রা স্থিতিশীলই থাকবে আগামী সপ্তাহে; কলকাতায় পারদ স্বাভাবিকের উপরে