কলকাতা: আগামী মঙ্গলবার (২৬ ডিসেম্বর ,২০২৩) কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, লোকসভা ভোটের আগে, দলের প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন রাজ্য় বিজেপির নেতাদের সঙ্গে। তবে, বঙ্গ বিজেপির এই প্রস্তুতি বৈঠককে গুরুত্ব দিচ্ছে না রাজ্যের শাসক দল তৃণমূল।
গত বিধানসভা ভোটে নিয়মিত রাজ্যে এসে সভা করেছিলেন অমিত শাহ। তবে বিজেপি সূত্রে খবর, এ বার কয়েক ঘণ্টার জন্যই শহরে আসছেন তিনি । আর যেটুকু সময় থাকবেন, তা-ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকেই কেটে যাবে। কর্মী-সমর্থকদের আলাদা করে বার্তা দেওয়ার হয়তো তেমন সময়-সুযোগ থাকবে না তাঁর। ২৬ তারিখেই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা।
দলীয় সূত্রে খবর, লোকসভা নির্বাচনের আগে প্রস্তুতি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন শাহ। এই সফরে সংগঠনে কোথায় কতটা ফাঁক রয়েছে, এ ব্যাপারেই হয়তো খোঁজখবর নেবেন অমিত শাহ। যে কারণে, লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরির রাখতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে লোকসভা ভোটের জন্য বাংলায় ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। কিন্তু রাজ্যে একের পর এক নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। এমন অবস্থায় অমিত শাহের এই সফরকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির। এক তৃণমূল নেতার কথায়, ওরা (বিজেপি) নিজেরাই এখন বুঝে নিয়েছে ৩৫টি আসনের কথা বলা হলেও সেসব আসলে ফাঁকা আওয়াজ।